পবিত্র ঈদ-উল-আযহার জামাত হয়নি শোলাকিয়ায়

কিশোরগঞ্জ প্রতিনিধি: করোনার প্রাদূর্ভাবের কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়নি। জেলার কোন ঈদগাহেই জামাত অনুষ্ঠিত হয়নি।

দেশের অন্যান্য স্থানের মতো কিশোরগঞ্জের মসজিদ গুলোতে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়। এর আগে গেল পবিত্র ঈদ উল ফিতরে শোলাকিয়ায় ১৯৩তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনুষ্ঠিত হয়নি। 

আজ শনিবার (০১ আগস্ট) সকালে শোলাকিয়া মাঠে গিয়ে কিছু সংখ্যক পুলিশ ও আর শূন্য মাঠ ছাড়া কিছুই দেখা যায়নি।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এবারও শোলাকিয়াসহ জেলার সবগুলো ঈদগাহ ও খোলা জায়গায় ঈদের জামাত আয়োজন হয়নি। তার পরিবর্তে মসজিদগুলোতে জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি ও সামাজিত দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, ১৮২৮ (আনুমানিক) সালে শোলাকিয়ার মাঠে ঈদের জামাত শুরু হওয়ার পর থেকে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ার ঘটনা এবারই প্রথম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.