পবা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জয় চান আঃ রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৪টি জেলার ১৬ উপজেলায়  আগামী মঙ্গলবার (১৮ই জুন) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর সবকটি উপজেলায় নির্বাচন সম্পন্ন হলেও সীমানা জটিলতায় আটকে থাকা একমাত্র পবা উপজেলায় নির্বাচন হবে পরশু। নির্বাচনে জয়ী হতে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পবা উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক। বই প্রতিকে ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন তার কর্মীসমর্থকরা। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি। সুষ্ঠু নির্বাচনে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে তার প্রত্যাশা।

প্রসঙ্গত, এবার পবা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১৩৭ জন। মঙ্গলবার উপজেলার মোট ৭৮টি কেন্দ্রে  ভোটগ্রহণ হবে।

তবে ভোটে জয়ী হওয়ার বিষয়ে বিটিসি নিউজকে এক সাক্ষাতকার দিয়েছেন বই প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

সাক্ষাতকার নিয়েছেন বিটিসি নিউজের স্টাফ রিপোর্টার:  আমানুল্লাহ আমান। ক্যামেরায় ছিলেন : শামীম আক্তার ডাবলু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.