পবায় ভ্যান ও অটোচালকদের মাঝে সংসদ সদস্যের খাবাব সামগ্রী বিতরণ

পবা (রাজশাহী) প্রতিনিধি: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভ্যান ও অটোচালকদের মাঝে করোনা সংকটের কারনে চাল, ডাল, লবন ও তেলসহ খাদ্য সমগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন।

আজ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বড়গাছী কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ জন ভ্যান ও অটোচালকের মাঝে জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি করে লবণ বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন ।

করোনা ভাইরাসের কারনে কর্মহীন ভ্যান ও অটোচালকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর রহমান, পবা উপজেলা যুবলীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের সদস্য মোঃ এমদাদুল হক, পবা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ টিয়া খাঁন, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেঃ হাসিব আলী, বড়গাছী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রনি হোসেন, ছাত্রলীগনেতা তামিম হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পবা (রাজশাহী) প্রতিনিধি মেরাজ মোল্লা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.