পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকার পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন

খুলনা ব্যুরো: পদ্মাসেতু হয়ে খুলনা থেকে ঢাকার পথে জাহানাবাদ এক্সপ্রেস আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। অপর দিকে, রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে প্রতিদিন সকাল পৌনে ১১টায় যাত্রা শুরু করবে।
পদ্মাসেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই প্রথমবারের মতো এই রুটে পদ্মাসেতু ব্যবহার করে ট্রেন চলাচল শুরু হলো, যা যাত্রীসাধারণের জন্য দ্রুত ও সময়সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি করেছে।
প্রথম দিনে খুলনা থেকে মোট ৫৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ ট্রেনের ১২টি বগিতে আসন রয়েছে ৭৬৮টি। সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে ট্রেনটি বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস বিকাল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি এবং বগি রয়েছে ১২টি।
অত্যাধুনিক সুবিধা ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদানে সক্ষম এই ট্রেনটি খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।
পদ্মাসেতু হয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুলনা-ঢাকা রুটের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগের চেয়ে দ্রুত যাতায়াতের পাশাপাশি এই সেতু ব্যবহার করে ট্রেন চলাচল দেশব্যাপী আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করবে।
প্রথম ট্রিপে অংশ নেওয়া যাত্রীরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন, পদ্মাসেতু হয়ে ট্রেনের ভ্রমণ শুধুমাত্র সময় বাঁচায়নি, বরং ভ্রমণকে আরও আরামদায়ক করেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.