পদ্মা নদীতে জালে মাছের বদলে উঠলো বোতল ভর্তি বিদেশী মদ

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন এক জেলে। কিন্তু সেখানে মাছের বদলে ২৮টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন পেয়েছেন সে জেলে।  আজ রবিবার সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বিটিসি নিউজকে জানান, জেলেরা পদ্মায় মাছ ধরার সময় তাদের জালে একটি প্লাস্টিকের ড্রাম আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে ড্রাম খুলে ২৮টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

পরিদর্শক হাদিউল ইসলাম বলেন, মাদক বিক্রেতারা নদী পথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। আর পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। লোকেশন শনাক্ত করে মাদক কারবারিরা যেন মদ গুলো পায় সেজন্য মোবাইল ফোন রাখা হয়েছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.