পদ্মাসেতুর উদ্বোধন, সোনাইমুড়ী থানা পুলিশের আনন্দ উদযাপন 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ীতে থানা পুলিশের অংশগ্রহণের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী থানা গেইট থেকে বাইপাস সড়কে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পদ্মাসেতুর উদ্ভোধন অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশীদ।
এসময় তিনি বলেন, পদ্মাসেতু বাংলাদেশের গর্ব। যে কারনে বহির্বিশ্বে বাংলাদেশ আজ প্রশংসনীয়। দেশের গর্বে গর্বিত প্রশাসনও। পদ্মাসেতু আমাদের নতুন করে পরিচয় করিয়েছে বিশ্বের দরবারে। এতোদিন স্বপ্ন হলেও এখন তা বাস্তবে আমাদের লাল সবুজের দেশে।
এসময় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) কাজী মোঃ সুলতান এহছান উদ্দিন,সেকেন্ড অফিসার জাফর আহমেদ,সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও থানার বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.