পদ্মার ৮ কেজির পাঙ্গাস বিক্রি সাড়ে ৬ হাজার টাকায়


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পদ্মায় এক জেলের জালে প্রায় আট কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস ধরা পড়েছে। মাছটি ৮৫০ টাকা কেজি দরে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে পদ্মার রাইটারঘাট এলাকায় জেলে তুরানের জালে মাছটি ধরা পড়ে।
লালপুর বাজারের মাছ ব্যবসায়ী আসিরুল ইসলাম ওই জেলের কাছ থেকে কিনে নিয়ে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করেন। সোনার বাংলা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী আসিরুল ইসলাম জানান, পদ্মার মাছের চাহিদা সব সময় কিন্তু বড় মাছ পাওয়া যায় না। লাভের আশায় মাছটি কিনে ৯শ টাকা কেজি দরে বিক্রি করেন।
এ বিষয়ে লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা বিটিসি নিউজকে জানান, এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। পদ্মা নদীর পানি কমে যাওয়ায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে কিনারায় আসছে এই সুযোগে জেলেরা জাল দিয়ে ধরে ফেলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.