BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন

পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের দীর্ঘদিনের স্থগিত থাকা পদোন্নতি দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মানববন্ধন করেছেন রাজশাহী কলেজের শিক্ষকেরা।

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা পদোন্নতি নিয়ে বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রতার তীব্র সমালোচনা করেন।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকেরা বলেন, প্রশাসনিক জটিলতার কারণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া অযথা বিলম্বিত হওয়ায় অনেক কর্মকর্তা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের কর্মস্পৃহা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যাটি দেশব্যাপী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, যেখানে বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারে পদোন্নতির প্রক্রিয়া অত্যন্ত ধীর। বছরের পর বছর ধরে পদোন্নতি আটকে থাকায় অনেক শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে চলে যাচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক। এই অচলাবস্থা দূর করতে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য। আমরা আমাদের অধিকার চাইছি, কোনো করুণা নয়।

শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত তাদের পদোন্নতির দাবি মেনে না নেওয়া হলে তারা বিভিন্ন ধাপে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষকেরা ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকে।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘসূত্রতার অভিযোগ বহুদিনের।

বিভিন্ন সময়ে এ নিয়ে শিক্ষকেরা দাবি জানিয়ে আসলেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ