পথচারীদের অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব কেড়ে নিত ওরা

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন নির্জন পথে ওৎপেতে থাকত ছিনতাইকারীরা। পথচারীদের কাউকে একা পেলেই অস্ত্র ঠেকিয়ে কেড়ে নিত সর্বস্ব। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাহবাগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
আটকরা হলো- পলাশ (১৯), গাজী (১৯) ও জাহাঙ্গীর (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আটকরা বেশ কিছুদিন যাবৎ শাহবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারাল চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব সূত্র জানিয়েছে, আটক ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.