পত্নীতলায় ট্রাক্টরের চাপায় নিহত-২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাপায় ভ্যানের এক নারী যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
রআজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বড় মাহরন্দী গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী বুলবুলি আক্তার (৪২) এবং একই গ্রামের মৃত আলহাজ ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে চার যাত্রী উপজেলার বাকরইল থেকে মধইল বাজারের দিকে আসছিল। আসার পথে নকুচা এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বুলবুলি আক্তার মারা যান। গুরুতর আহত ফারুক হোসেনসহ তিনজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আহত ফারুক হোসেন মারা যান। বাকী ২ জন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.