নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে মো. জসিম উদ্দিন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনাকবলিত ওই পিকআপের চালক।
শুক্রবার (২০ জুন) সকাল ৭ টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় বদলগাছী আঞ্চলিক সড়কে নজিপুর অভিমুখী একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন। দুর্ঘটনায় ভটভটি চালক এবং হেলপার আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.