পটুয়াখালীর দুমকিতে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ওষুধ সরবরাহের একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-দশমিনা রুটের দূরপাল্লার পরিবহণ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের কাঁঠালতলাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহণ ঘটনাস্থলের বিপরীত দিকের ওষুধ সরবরাহের পিকআপভ্যান সাইড দিতে গিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের খাদে পড়ে যায়। এতে পরিবহণ বাসের কাচ ভেঙে ও সামনের আংশিক দুমড়ে-মুচড়ে অন্তত ১৫ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহত যাত্রীদের পায়রা সেতুর টোল প্লাজার বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত পিকআপটি সরিয়ে নিয়ে যানবাহন সচল করে দেয়। তবে দায়ী পিকআপচালক পালিয়ে যায়।
দুমকি থানার (ওসি) আবদুল হান্নান দুর্ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.