পটুয়াখালীতে দেড় লাখ চিংড়ির রেণুসহ আটক-৩

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে দেড় লাখ পিস বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয় ট্রাকচালক ও তার দুই সহযোগীকে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী সেতুর ঢালে অভিযান চালিয়ে চিংড়ির রেণুসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: ট্রাকচালক ওমর ফারুক ও তার দুই সহযোগী মোহাম্মদ শাহাবুদ্দিন ও মো. হারুন।
জেলা মৎস্য বিভাগের প্রতিনিধি খামার ব্যবস্থাপক শাহনাজ পারভিন জানান, সকাল ৯টায় খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল পটুয়াখালী সেতুর ঢালে অভিযান চালায়। তারা ঘটনাস্থলে দাঁড়ানো একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পাঁচটি ড্রামে বাগদা চিংড়ির রেণু দেখতে পেয়ে জব্দ করে। এ সময় আটক করা হয় ট্রাকচালকসহ তিনজনকে।
আটক ব্যক্তিরা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাগদা রেণুপোনা ব্যবসায়ীরা ভোলার চরফ্যাশন থেকে ট্রলারে পটুয়াখালী থেকে ট্রাকে বাগেরহাটে নিচ্ছিল। প্রতিটি ড্রামে ৩০ হাজার করে মোট দেড় লাখ পিস বাগদা পোনা মজুত ছিল।
পরে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা বাগদা চিংড়ির রেণু নদীতে অবমুক্ত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.