পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক : আজ রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২শ’ ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩শ’ ৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২শ’ ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮শ’ ৫০ জন এবং ভোটকেন্দ্র ৫ হাজার ৮শ’ ৪৭টি।
এরই মধ্যে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন।
প্রথমধাপের এই নির্বাচনে ৮৭টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে, প্রতিদ্বন্দ্বী না থাকাসহ নানা কারণে নির্বাচন হচ্ছে না ৯টি উপজেলায়। বাকি ৭৮টি উপজেলায় ভোটগ্রহণ আজ।
কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.