পঞ্চগড় মহিলা কারিগরি কলেজটিই যেন বাংলাদেশ

পঞ্চগড় প্রতিনিধি:  লাল-সবুজ বিজয়ের রঙে রাঙানো হয়েছে । ২০১০ সালে স্থাপিত পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কারিগরি কলেজ যার প্রস্তাবিত নাম রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজ । এ যেন স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, কলেজেটির উপরের ছাউনি ( টিন) সবুজের রঙে মোড়ানো। মাঝে লাল রঙের বৃত্ত। কলেজ ছাত্রী আসমা,মুন্নি, মুক্তা,বীথি, স্বপ্না, বিলকিছ, নাসরিন,সুমি,মেঘলা,কমলা তারা বিটিসি নিউজকে জানান, কলেজটি লাল-সবুজের রঙে এজন্য তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে সহজেই জানতে পারছেন।

ভবনটি দেখতেও তাদের খুব সুন্দর লাগে। এজন্য তাদের কলেজে আসার আগ্রহ বেড়েছে।

কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বিটিসি নিউজকে জানান, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার মধ্যে মূলত দেশপ্রেম জাগিয়ে তোলার জন্যই কলেজটি লাল-সবুজের রঙে মোড়ানো হয়েছে।

তিনি আরও জানান কলেজটি মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের নামে প্রস্তাবিত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.