পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অবশেষে সান্তাহার স্টেশানে ১০ জানুয়ারি থেকে স্টপেজ শুরু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অবশেষে আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশানে আগামী ১০ জানুয়ারি থেকে স্টপেজ শুরু হচ্ছে। ফলে সান্তাহার নওগাঁ বগুড়া, জয়পুরহাট আক্কেলপুর রানীনগরসহ আশেপাশ এলাকার মানুষের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের আশা পূরন হতে চলেছে। ইতিপূর্বে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশানে কোন স্টপেজ ছিলনা।

সান্তাহার রেলওয়ে স্টেশান মাস্টার রেজাউল করিম ডালিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আন্তঃনগর ৭৯৪ ডাউন “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেনটি বেলা ১২টা ৩০ মিনিটে পঞ্চগড় ছেড়ে ঢাকা পৌঁছিবে রাত ৯টা ৫৫মিনিটে। ঢাকা থেকে ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় স্টেশানে পৌঁছিবে সকাল ৮টা ৫০ মিনিটে। রেলওয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্তমতে আগামী ১০ জানুয়ারি থেকে সান্তাহার স্টোশানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেয়া হয়েছে।

এখানে দাঁড়াবে বিকেল ৫টা ০৫ মিনিটে। এখাানে ০৫ মিনিট বিরতি দিয়ে ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্যেশ্যে ছাড়বে। ঢাকা পৌঁছিবে রাত ৯টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটটে সান্তাহার পৌঁছিবে ভোর ৪টা ১০ মিনিটে। ট্রেনটিতে সান্তাহার স্টেশানের জন্য সর্বমোট ১৪১টি আসন নির্ধারণ রয়েছে।

এরমধ্যে ৮টি এসি বাথ, টিকিটের মূল্য ৮২৩ টাকা, এসি চেয়ার ১৫টি টিকিটের ৬৯০ টাকা ও শোভন চেয়ার ১১৮টি যার আসন টিকিট মূল্য ৩৬০ টাকা রাখা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.