পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রলি ও সিএনজির সংঘর্ষে শাহিন (৩০) ও জাকির (৩০) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দিনগত রাতে মহাসড়কে উপজেলার রণচন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপিড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। জাকির একই ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাবান্ধা থেকে সিএনজি (পাগলু) করে উপজেলার ভজনপুর ইউনিয়নে যাওয়ার সময় রণচন্ডী এলাকায় পৌঁছালে মহাসড়ক রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রলির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে ২ জনের অবস্থা আশঙ্কা দেখে, তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শাহিন মারা যান। জাকির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।, একজন হাসপাতালে আসার আগে অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহম্মেদ নিশ্চিত করেন ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.