পঞ্চগড়ে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

 


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের ছোবলে কালু মিয়া (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ আগষ্ট) সকালে উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

কালু মিয়া পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার রহিম বাদশার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বানিয়া পাড়া এলাকার সফিকুলের বসত বাড়িতে বড় সাপ আছে এমন খবর পেয়ে সাপ শিকারে আসেন কালু। সফিকুলের বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে বস্তাবন্দীও করেন তিনি। বস্তাবন্দী করার সময় অসাবধানতা বশত সাপ তাকে ছোবল দেয়। তার কিছুক্ষন পর সাপুড়ের মৃত্যু হয়।

জানা গেছে, কালু মিয়া সাপ দিয়ে খেলা দেখিয়ে সংসার চালাতেন।

কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন আলাল সাপের ছোবলে সাপুড়ে মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.