পঞ্চগড়ে সাংবাদিক শাহজালালের পিতৃ বিয়োগ

পঞ্চগড় প্রতিনিধি: বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি শাহজালাল এর পিতা জসির উদ্দীন (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৬ টায় বার্ধক্য জনিত কারনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জেলা শহরের মোলানি পাড়ার নিজ বাড়িতে আজ বুধবার দুপুর ৩ ঘটিকায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে জেলা রিপোটার্স ক্লাব, স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.