পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর নবগঠিত কমিটির মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাবান্ধা বন্দর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার (১৬ জুন) দুপুরে তেঁঁতুলিয়া ডাকবাংলোয় অবস্থিত বেরং কমপ্লেক্স ভবনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ ব্যানারে নতুন কমিটি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন তারা।
সভায় বন্দর সংশ্লিষ্ট সংগঠন পঞ্চগড় আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির গঠন করা হয়েছে বলে সদস্যরা জানান। এ বিষয়ে বিলুপ্ত কমিটির নাম বাদ দিয়ে পূর্ণাঙ্গ ভাবে নতুন নাম “বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ” ঘোষণা করা হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নবাগত সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা জানান, গত ৯ জুন বাংলাবান্ধায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত সাধারণ সভায় পঞ্চগড় আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশন নাম ও পুরনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ নামে ঘোষণা করা হয়। পরে সভায় সাংবাদিকদের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।
সভায় সাংবাদিকরা বন্দরের অনিয়ম দূর্ণীতি সহ করোনার এই সময়ে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটিকে অনুরোধ করেন। একই সাথে নতুন সংগঠনের সদস্যবৃন্দদের বন্দরের সকল কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও সম্ভাবনার তথ্য প্রদানে সহযোগীতা করবেন প্রত্যাশা সাংবাদিকদের।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নবাগত সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাহীন, আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মিঞা জেলা-উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.