পঞ্চগড়ে শিক্ষা কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ড্রাইভারের বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি:  আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আমিনুল ইসলাম (৩২) নামে এক ডিস্ট্রিক ট্রেনিং কো- অডিনেটরকে বিদ্যালয়ের বিশ্রামাগারে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে ঔ অফিসের ড্রাইভার ইমতিয়াজ আলী বাবলা (৪৫) এর বিরুদ্ধে।

ঘটনার পরই পুলিশ ড্রাইভার বাবলাকে আটক করে। আটককৃত ড্রাইভার পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় ঘটনার দিন সন্ধ্যায় আমিনুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দাখিল করে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণায়ল কতৃর্ক ৬ দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ন,পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ চলছে বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ে দুপুরে বিরতীর সময়ে ট্রেইনার বিশ্রাম করতে গেলে, সেখানে ড্রাইভার বাবলা ট্রেইনারকে গিয়ে বলে ট্রেনিং এর খাওয়া বাবদ যাবতীয় খরচ আমার পাওয়ায় কথা। আপনার কারনে আমি এটি পাইনি। শিক্ষকদের খাওয়ার মান যাতে খারাপ ও বরাদ্দের টাকা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমি আমিনুল নিজেই দায়িত্ব নিয়েছে।

এ কথা শুনেই আমাকে মারধর শুরু করে বাবলা এক পর্যায়ে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারে শ্বাসরুদ্ধ করার চেষ্ঠা করে। চিৎকার শুনে ট্রেনিং প্রার্থী শিক্ষকরা আমিনুল ইসলামকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসা আছেন।

ট্রেইনার আমিনুল ইসলাম আরও অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন শিক্ষা অধিদপ্তরে ঐ ড্রাইভার এর বিরুদ্ধে অভিযোগ  রহিয়াছে।

এ বিষয়ে সদর থানার ওসি আবু আককাস আহম্মদ , ইমতিয়াজ আলী বাবলাকে বিবাদী করে এজাহার দাখিল করার বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার হিমাংশু কুমার রায় সিংহ বিটিসি নিউজকে বলেন, আমি বিষয়টি আপোষ মিমাংশার করার চেষ্টা করতেছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.