পঞ্চগড়ে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন


পঞ্চগড় প্রতিনিধি: শস্য শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের পঞ্চগড় জেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত।

কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়া সম্ভাবনা রয়েছে। মৃদু হাওয়ায় ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। মাঠের চারিদিকে সোনালী রংয়ের সমারোহ।

গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠজুড়ে।যদিও বিভিন্ন প্রকার দূর্যোগ পোকা মাকরের উপদ্রপে নষ্ট হয়েছে ধান ক্ষেত । রয়েছে বিভিন্ন কৃষকের অভিযোগ ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে।

কৃষক আবুল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এবারে অতিবৃষ্টির কারণে ধান ক্ষেতে বিভিন্ন প্রকার পোকা, এমনকি গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রপ বেশি ছিল।তারপরও আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলেও জানান ।

জেলায় প্রায় ১ লক্ষ হেক্টর জমিতে আমন চাষাবাদে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন। যা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

পঞ্চগড় কৃষি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্খিত ফসল অর্জনে ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে। এর ফলে কৃষকরা তাদের কাঙ্খিত ফসল অর্জন করতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.