পঞ্চগড়ে ভিজিএফ এর ১০৩ বস্তা চাল জব্দ

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা বাজার থেকে ১০৩ বস্তা ভিজিএফ-এর চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা । আজ সোমবার (০৩ জুন) ০৩ টার দিকে ওই এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়।

সূত্রমতে, হাড়িভাষা ইউনিয়নে প্রায় ৫ হাজার, ৭ শ , ৮৮ টি গরীব পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

ভিজিএফ এর চাল ভ্যানে পাচার কালে স্থানীয়রা সাংবাদিকদের অবহিত করে সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান ১০৩ বস্তা চাল জব্দ করে গুদামঘর সিলগালা করে চাল বিতরণ স্থগিত করেন।

চাল বহনকারী ভ্যান চালক জবেদ আলী জানায়, পরিষদ থেকে চালের বস্তা মোশারফ আমাকে নিয়ে আসতে বলছে।

এ ব্যাপারে হাড়িভাষা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘চাল আমার ইউনিয়নে ধরা পড়েছে। কিন্তু কিভাবে ভিজিএফ-এর চাল গুদামে গেল বলতে পারছি না।’

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জনসম্মুখে ১০৩ বস্তা চাল জব্দ ও গুদামঘর সিলগালা করে চাল বিতরণ স্থগিত করেছেন।তিনি আরও বিটিসি নিউজকে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.