পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চোরাই পথে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে জসিম উদ্দীন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।

জসিম পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকালে চাকলাহাট এলাকার শিংরোড ভুজারিপাড়া সীমান্তের ৭৬৩/১৮ সাব পিলার এলাকায় এই ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, জসিম সকালে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.