পঞ্চগড়ে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দুটি   সংসদীয় আসনে বিএনপির  দুটি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রোববার (২ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই এর ধার্য দিনে প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটানিং অফিসার।

মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিনে সকাল থেকেই পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মনোনয়ণপত্র জমা দেওয়া প্রার্থীরা  হাজির হন জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে।

জেলা রিটানিং অফিসার আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় -১ আসনে জমা পড়া ৯ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এ সময়  মেয়র পদ থেকে পদত্যাগ না করায়  বিএনপির মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম এর  মনোনয়নপত্র বাতিল করেন।

পরে পঞ্চগড়- ২ আসনে জমা পড়া ৮ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করেন জেলা রিটানিং অফিসার। এ সময় ত্রুটিপূর্ণ  মনোনয়ন পত্র জমা দেয়ায় বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ এর মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটানিং অফিসার সাবিনা ইয়াসমিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.