পঞ্চগড়ে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি: বাংলার মহিয়সী নারী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা-এঁর ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক কার্যলয় চত্ত¡রে তার কৃতিত্বেতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এর পরেই বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম.পুলিশ সুপার ইফসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শেখ ফজিলাতুন্নেছাসহ তাঁর স্বপরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.