পঞ্চগড়ে প্রথম দিনেই জেএসসি,জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৭০৪ জন

 

পঞ্চগড় প্রতিনিধি: জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি , জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় জেলায় ৭শ , ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

তথ্য সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলার জেএসসিতে ২৩টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার, ১ শ, ৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৬ হাজার ৬ শ, ৫১ জন, অনুপস্থিত ৪ শ, ৯২ জন।৫ উপজেলার ৫ টি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসিতে পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ হাজার, ৪ শ, ৮৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ হাজার,৩ শ,২২ জন অনুপস্থিত ১ শ, ৬১ জন।

ভোকেশনাল ৫ উপজেলায় ৮ টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৯ শ, ১১ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮ শ,৬০ জন,অনুপস্থিতির সংখ্যা ৫১ জন।১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা আর জেডিসি পরীক্ষা চলবে ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

জেএসসি-জেডিসি পরীক্ষায় সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে।পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২ শ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন,সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক রয়েছে।কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.