পঞ্চগড়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত
পঞ্চগড় প্রতিনিধি: “পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন”এই প্রতিপাদ্য সামনে নিয়ে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মদ পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করে সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যলয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়
শেরে বাংলা পার্কে এসে শুভেচ্ছা বক্তব্য দিয়ে সমাপ্তি করে।
এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পঞ্চগড় সদর সার্কেল সুদর্শন কুমার রায়,পুলিশ পরিদর্শক (মোটর যান) মুনির আহম্মেদ, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’ লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সিভিল সার্জন মোহাম্মদ নিজাম উদ্দিন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি – সম্পাদক জেলা পুলিশের সকল সদস্য ও স্কাউট সদস্যসহ বিভিন্ন পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের বক্তব্যে বাংলাদেশ পুলিশের সেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে। পুলিশের ইতি বাচক কার্যক্রম গুলো দেশ ও জাতির উদ্দেশ্য তুলে ধরার জন্য সংবাদ কর্মীদের আহবান জানান।#
সংবাদ প্ররেক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.