পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গণপরিবহন চলাচলের দাবীতে সড়কে বিক্ষোভ করেছে কয়েকশ পরিবহন শ্রমিক।

আজ রোববার (১০ মে) বেলা ১২ টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

এ সময় অ্যাম্বুলন্স সহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে চলাচলে অসুবিধা হয়ে পড়ে।

শ্রমিকরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করােনার কারণে এক মাসের বেশি হলাে তাদের পরিবহনগুলা সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস,বাজার, দােকান ছােট-খাটাে পরিবহন সহ সবকিছু চলছে কি তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমান তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয় তাদের পরিবহন সড়কে চলতে দেওয়া হােক, নয়তাে তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হােক।

এক শ্রমিক নেতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান,আমাদের যাত্রীবাহী গণপরিবহন চলতে দেওয়া হলে আমাদের আর ত্রাণ লাগবে না। দেড় দুই মাস ধরে ঘরে বসে বসে সঞ্চিত আর ঋন করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নাম দুটি সংগঠনর প্রায় ৫/৬ হাজার পরিবহন শ্রমিক রয়েছে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শ্রমিকরা সড়ক অবরােধ করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী সাথে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা হয়। এ সময় প্রশাসন শ্রমিকদের দশ দিন পরপর ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.