পঞ্চগড়ে নন এমপিও কারিগরি শিক্ষকদের অনুদানের চেক বিতরণ  

পঞ্চগড় প্রতিনিধি: প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনাকালীন সময়ে বিপর্যস্ত ও চরম কষ্টে থাকা পঞ্চগড় সদর উপজেলার ননএমপিও শিক্ষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন এমপিও কারিগরি শিক্ষক-কর্মচারীদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে নন এমপিও ভুক্ত কারিগরি কলেজ ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান।

এ সময় ৬৭ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে ২ লক্ষ ৪৭ হাজার  টাকার চেক হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান বলে, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, প্রকৃত শিক্ষক সমাজে সকলের মাথার শিরোমণি হয়ে থাকেন। এবং মহামারি করোনায় সবাইকে মাস্ক ও সাবান দিয়ে বার বার  হাত ধোয়ার আহবান জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.