পঞ্চগড়ে দাওয়াত পেতে ভিক্ষুকের গাছে পোস্টারিং

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দাওয়াত পেতে ভিক্ষুকের সভাপতি গাছে পোস্টারিং করতে দেখা গেছে। এমনই এক ঘটনা চোখে পড়ে তেতুঁলিয়া উপজেলার দেবনগড় বাজারে।

জানা গেছে, একই রকমের পোস্টার মাগুরমাড়ি চৌরাস্তা বাজারের বিভিন্ন গাছেও লাগানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে বেশ কিছু গাছে পেরেক দিয়ে টাঙানো রয়েছে পোস্টার।

গাছের কাছে গিয়ে দেখা যায় গিয়াস উদ্দীন ফকির নামে এক ফকির নিজেকে ৭ নম্বর দেবনগড় ইউনিয়নের ফকিরের সভাপতি পরিচয়ে  দাওয়াত পেতে নিজের ফোন নম্বর ঠিকানাসহ গাছে গাছে পোস্টারিং করেছেন।

সেই পোস্টারে লেখা হয়েছে ‘এখন থেকে ফকির দাওয়াত, কুল ও দোয়া কালামের জন্য ফকিরের প্রয়োজন হলে যোগাযোগ করুন দেবনগড় ইউনয়ন ফকির সভাপতি গিয়াস উদ্দীন ফকির। ‘ ঠিকানা দেওয়া হয়েছে মাগুরমারি চৌরাস্তা বাজার বটতলা।

ডিজিটাল এই বাংলাদেশে কোন কিছুতেই  পিছিয়ে নেই বলা যায়।  ডিজিটালকে কাজে লাগিয়ে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত পেতে ভিক্ষুকের সভাপতি বিভিন্ন স্থানে হরেক রকম পোস্টার চোখে পড়লেও এর মধ্যে এক বা দুটো ভিন্ন খবরের পোস্টার রয়ে যায়। যা অল্পতেই সবার চোখের সামনে চলে আসে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.