পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করােনা পরিস্থিতি মােকাবেলায় সরকার ঘােষিত লকডাউনের মধ্যে কর্মহীন দরিদ্রদের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দারিয়েছেন হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন নামে একটি স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
আজ শনিবার (১৭ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলার আমলাহারসহ আশপাশের এলাকায়। দুপুর থেকে সন্ধা পর্যন্ত গ্রামের আড়াই শ কর্মহীন ও দরিদ্র পরিবারের পাশে মাস্কসহ চাল,ডাল,আলু তেল,সাবান,বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ট্রেজারার আহসান হাবীবসহ সংগঠনটির কর্মীরা।
করােনাকালীন সময়ে সরকারের পাশাপাশি সংগঠনটি এর আগে প্রায় ৩০ হাজার মাস্ক, ১০ হাজার সাবান, ১০হাজার হ্যান্ডস্যানিটাইজার ৫ হাজার মানুষের খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন। তাদের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম লকডাউন পর্যন্ত চলমান থাকবে বলে জানায় তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.