পঞ্চগড়ে জাতির জনকের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের সার্কিটহাউস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়ার মাধ্যমে দিবসটি শুরু হয়।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো. ইউসুফ আলীসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ম্যুরালটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.