পঞ্চগড়ে কয়েলের আগুনে ৪ পরিবার নিঃস্ব

পঞ্চগড় প্রতিনিধি: গতকাল রবিবার রাত ১১.৩০ মিনিটে গোয়াল ঘড়ে দেয়া কয়েলের  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি পরিবারের  স্বপ্ন। ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী এলাকার আব্দুল লতিফ এর বাড়িতে। আগুন লাগার সাথে সাথে লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে এতে পাশের বাড়ি খলিল,মোসাদ্দেক,হারুনের বাড়ি পুরে যায়।

আগুনে সবকিছু হারানো মানুষগুলো নিজ নিজ ঘরের পোড়া টিন, মালামাল  ধ্বংসস্তূপে খুঁজে দেখছেন অবশিষ্ট কিছু আছে কিনা?

প্রাণ বাঁচানো সম্ভব হলেও ঘরে থাকা কোন জিনিসপত্র বের করতে পারেনি। নগদ টাকা, ছাগল,   শতাধিক মনের  বেশি ধান  চোখের সামনেই সবকিছু পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি  ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিরঞ্জন রায় বলেন, ৩ টি ছাগল, ধান, চালসহ অনুমান ৪ লক্ষ টাকা ক্ষতিপুরণ হয়েছে।#

সংবাদ প্ররেক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি  শেখ সম্রাট হোসাইন ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.