পঞ্চগড়ে করোনায় নতুন আক্রান্ত ৪, মোট ১৯ জন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার রাতে দিনাজপুর এর পরীক্ষাগার থেকে আরো চারজনের করোনা পজিটিভ আসে। চারজনের তিনজন দেবীগঞ্জ উপজেলার, ১ জন তেতুঁলিয়া উপজেলার বাসিন্দা। তারা চারজনে ঢাকা ফেরত।

জেলায় এ পর্যন্ত ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ আসে। ৭ জন করোনা জয় করে বাসায় ফিরেছেন।

পঞ্চগড়ে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ এখন পর্যন্ত ১৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

এদের মধ্যে পঞ্চগড় সদরে ৫ জন, দেবীগঞ্জে ৭ জন, বোদায় ২ জন, তেতুঁলিয়ায় ৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.