পঞ্চগড়ে উদ্ধার নীলগাইটি থাকবে যাদুঘরে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মৃত উদ্ধারকৃত নীলগাইটিকে রাখা হবে টাংগাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু আঞ্চলিক যাদুঘরে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল-আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বুধবার (১৭ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় এই নীলগাইটি উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, একই উপজেলার তোড়েয়া ইউনিয়নের দারখোর সীমান্ত এলাকায় নীলগাইটিকে দেখতে পান স্থানীয়রা। পরে এটিকে আটক করতে ধাওয়া করেন তারা। ধাওয়া খেয়ে নীলগাইটি পালিয়ে আসেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের এই খচপাড়া গ্রামে। এক পর্যায়ে ক্লান্ত এই বিরল বন্য প্রাণীটি সেখানেই মারা যান।
দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল-আল-মামুন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘প্রার্থমিক ভাবে জানা গেছে বাংলাদেশে বিলুপ্ত প্রজাতির নীলগাইটি শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছে। জীবিত থাকলে এটি কোন চিড়িয়াখানায় রাখা যেত। যেহেতু মারা গেছে সেহেতু এ নীলগাইটি টাংগাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু আঞ্চলিক যাদুঘরে রাখা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.