পঞ্চগড়ে ইউপি সদস্যের উপস্থিতিতে গোপনে বাল্য বিয়ে- অভিযোগ মায়ের 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় হারিভাসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের উপস্থিতিতে গোপনে কিশোর-কিশোরীর বাল্য বিয়ে দেয়ায় ওই ইউপি সদস্যের বিরদ্ধে থানায় অভিযোগ করেন কিশোরে মা ইসমতারা বানু।
এদিকে বিয়ের পর থেকে তার সন্তানের কোন খোঁজ না পেয়ে দিশেহারা মা। সন্তানের সন্ধানে ইউপি সদস্যের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় ১৬ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরের মা।
অভিযোগে জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার বসুনিয়া পাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে মোছা.সাদিয়া (১৫) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (১৬)কে  ইউপি সদস্য রনিক প্রধান ও মেয়ের পরিবার ইসমাইলকে ফুসলাইয়া পঞ্চগড়ে নিয়ে আসলে, এ্যাফিডেভিট মুলে গত ৩০শে মার্চ সাদিয়ার সহিত ইসমাইলের বিয়ে দেয়া হয়, এমনকি বিয়ের পর নবদম্পতিদের ইউপি সদস্যের বাড়িতে ১৬ দিন রাখা হয়েছে।
পরে আবার তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ছেলের কোন সন্ধান না পেয়ে ইউপি সদস্য রনিক প্রধান এর সাথে যোগাযোগ করলে তিনি সন্তানের বাবদ ২ লাখ টাকা দাবী করেন কিশোরের পরিবারের কাছে।
এদিকে ইউপি সদস্য রনিক প্রধান বিটিসি নিউজকে বলেন, ছেলে-মেয়ে অপকর্ম করতে গিয়ে সামাজিকতা রক্ষায় তাদের এ্যাফিডেভিট মুলে বিয়ে দেয়া হয়েছে। একটি কুচক্রীমহল আমাকে হেয় করতে বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে।
পঞ্চগড় সদর থানার উপ- পুলিশ পরিদর্শক  ইমাদউদ্দিন মোঃ ফারুক বিটিসি নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.