পঞ্চগড়ে আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড় কর অঞ্চল সার্কেল-২০ এর উদ্যোগে আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন।

জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে পঞ্চগড় সার্কেল -২০ ও দেবীগঞ্জ সার্কেল -২১ এর লক্ষ মাত্রা ৩৮ কোটি ৪০ লক্ষ টাকা, আয়কর মেলায় আয়কর বিষয়ক পরামর্শ কেন্দ্র এবং আয়কর জমা দেওয়ার জন্য অস্থায়ী ৪ টি বুথ থাকবে । মেলা চলবে ১৯ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত।

কর কমিশনার কর অঞ্চল রংপুর আবদুল লতিফ এর সভাপতিত্বে সরকারী অডিটোরিয়াম মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল হান্নান শেখ উপস্থিত ছিলেন।

এ সময়ে সহকারী কর কমিশনার আফরোজা বেগম, আয়কর সম্পর্কে জনগণের সচেতনতার মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি করে দেশের রাজস্ব আদায়ের গতিশীল করার কথা বলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.