পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে পৌর যুবদলের উদ্যোগে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়।প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম বক্তব্য দেন।
তারা বলেন,আগামী ১২ ফেব্রুযারী অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।এবং মাঠপর্যায়ে ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও জনসভার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
এসময় পৌর যুবদলের ৯টি ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

















