পঞ্চগড়ে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধ জমি নামজারি ও দাখিলা প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এছাড়াও দালাল দিয়ে অফিস পরিচালনা করারও অভিযোগ রয়েছে। এবিষয়ে স্থানীয় তোফাজ্জল নামে এক ব্যক্তি কয়েকমাস আগে লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসক বরাবরে। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি।
জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুক প্রায় দশ বছর আগে থেকে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ভুমি অফিসের দায়িত্ব পালন করেন। তার বাড়ি একই উপজেলার ফকিরপাড়া টাইয়াগছ এলাকায়।
দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকায় গড়ে তুলেছেন অনিয়ম দূর্নীতির স্বর্গরাজ্য। অনুমোদন ছাড়া নিয়েছেন আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে লেপটপ দিয়ে অফিসে বসিয়ে দুজনে মিলে সবধরনের সেবার আবেদনপত্রসহ বিভিন্ন কাজ চুক্তি ভিত্তিকভাবে হাতিয়ে নেন মোটা অংকের অর্থ।
প্রতিটি নামজারি (খারিজ) সরকার নির্ধারিত মূল্য এক হাজার ১৫০ টাকার স্থলে সর্বনিম্ন ৫-৯ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। এছাড়া ১০ শতক জমির দাখিলা নেয় ৪ হাজার টাকা, এক একর জমির দাখিলা নেয় ১৪ হাজার টাকা অথচ গোটা খতিয়ানের খাজনা হয় ৪ হাজার টাকা। সেবাপ্রার্থীরা কোন সেবার জন্য অফিসে গেলে দেখিয়ে দেন আব্দুর রশিদকে অথচ অফিসে রয়েছেন আরো দুইজন অফিস সহায়ক।
সেবাগ্রহীতাদের মধ্যে ভুক্তভোগী তেঁতুলিয়া পুরাতন বাজার এলাকার তোফাজ্জল হোসেন বিটিসি নিউজকে বলেন, অফিসে দাখিলা দিতে গেলে সহকারী কর্মকর্তা ওমর ফারুক দেখিয়ে দেয় আব্দুর রশিদকে পরে তার কাছে গেলে ৩ হাজার টাকা চায় সে। এতে পরবর্তীতে আর দাখিলা দিতে পারিনি।
ডাঙ্গা পাড়া এলাকার জব্বার বলেন, বোনের জমি খারিজের জন্য আমার কাছে ৯ হাজার টাকা নিয়েছেন।
হাসিনা বেগম জানান,নামজারি করার জন্য ৫ হাজার টাকা নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেই নামজারি হয়নি। এর আগে ১০ শতক জমির দাখিলা নিয়েছেন ৪ হাজার টাকা। তারা আবার বলে দেন অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি যেন কাউকে না বলি।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুকের সাথে মুঠোফোনে বার বার কল ও ম্যাসেজ করেও কোন উত্তর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বিটিসি নিউজকে জানান,অর্থ বেশি নেয়ার কোন সুযোগ নাই, যেহেতু আমরা ক্যাশলেস চালু করেছি। তারপরও যদি অনিয়ম হয়ে থাকে লিখিত অভিযোগ করতে বলেন। আমরা ব্যবস্থা নিব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.