পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি: দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই-প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃসাবেত আলী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সদর উপজেলার কৃষি অফিসার আসাদুন্নবী বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।
মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর ১৪টি স্টল প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.