পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে টিউলিপ দেখতে এসে ঠকছেন পর্যটকরা। শীতপ্রধান দেশের নজরকাড়া ফুল টিউলিপ।সেই ফুল চতুর্থবারের মতো ফুটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
এই ফুল দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক টিকেট কেটে বাগানে প্রবেশ করে কিন্তু এই ফুলের জীবনকাল শেষ হওয়ায় ফুল ঝরে যায়। পর্যটকরা টিউলিপ দেখতে আসলে টিউলিপ না থাকার পরেও প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ৫০ টাকা করে টিকেট বিক্রি করছেন সংশ্লিষ্টরা।
পর্যটকরা টিউলিপ বাগানে প্রবেশ করে টিউলিপ দেখতে না পেরে হতাশ হয়ে ফিরছেন।
জানা যায়, দেশে খামার পর্যায়ে বিদেশি এ ফুল ইকো সোশ্যাল ডেভলমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ৬২ শতক জমিতে সানি প্রিন্স, পিঙ্ক আরডোর, অক্সফোর্ড, অরেঞ্জ ভ্যান আইজেক সহ ৯টি প্রজাতির টিউলিপ ফুল চাষ করছিলেন, তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার ২৬ জন কৃষক।
নিশাদ নামে এক পর্যটক জানান,আমার বন্ধুসহ টিউলিপ দেখতে আসছি,টিউলিপ দেখার জন্য ৫০ টাকা করে টিকেট কাটলাম।পরে ভিতরে গিয়ে দেখি কোন ফুল নেই। আমাদের সাথে তারা প্রতারণা করলো।
দিনাজপুর থেকে আসা আরফিনা নামে এক নারী বলেন,টিভিতে টিউলিপের কথা শুনে পরিবারসহ দেখতে আসছি।বাগানে প্রবেশ করার সময় চারজনের কাছে দুইশত টাকা প্রবেশ ফি নিয়েছে।পরে বাগানে গিয়ে দেখি দু চারটি ছাড়া সব ফুল ঝরে গেছে।
ইকো-সোশ্যাল ডেভলমেন্ট অর্গানাইজেশনের ডিপিসি আইনুল হক জানান, পর্যটকদের বলে দেয়া হচ্ছে ফুল শেষের দিকে তারপরও অনেকে যাচ্ছে। এবার গতবারের চেয়ে ফুল চাষে খরচ অনেক বেশি হয়েছে। কৃষি অধিদপ্তর যদি বাল্ব উৎপাদন করতে পারে, তাহলে খরচ কম পড়বে এতে আমরাও কম মূল্যে প্রবেশ করাতে পারবো।তবে দু-একদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.