পঞ্চগড়ে কৃষকলীগের সড়ক অবরোধ

 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষক লীগের নেতাকর্মীরা। বুধবার (৩১ মে) সকাল ১০ টার দিকে  নেতাকর্মীরা তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট রফিকুল চেয়ারম্যানের মিল মাঠ সংলগ্ন এলাকার মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সাথে কথা বললে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
পুলিশ জানায়,বুধবার সকালে ইউনিয়ন কৃষকলীগের খোকন নামের এক নেতাকে মোটরসাইকেল চুরির সাথে জরিত অভিযোগে মারপিট করে তুলে নিয়ে যায় শ্রমিক ইউনিয়নের লোকজন।
পরে খবর পেয়ে পরিবারের লোকজনসহ কৃষক লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিচার দাবী করে।এতে মহাসড়কে যানবাহন ও পথচারী চলাচলের বিঘ্ন ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়,প্রায় তিন-চার মাস আগে তেঁতুলিয়া শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে শ্রমিকের একটি মোটর সাইকেল চুরি হয়ে যায়। সম্প্রতি পঞ্চগড় বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বিটিসি নিউজকে জানান,সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে সড়ক থেকে তাদের সরিয়ে নেয়া হয়।পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.