নড়াইলে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩ জন

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুরে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬।  আজ সোমবার ভোরে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন:  কালু সরকার (৫৫), বিশ্বজিত সাহা (৫১), ও সাগর বিশ্বাস (২৮)।

এ সময় রবি বিশ্বাস নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশি চালিয়ে ৮টি বোমা, বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০টি মোবাইল ফোন এবং ৫০টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকার বিটিসি নিউজকে বলেন, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি বোমা তৈরির সরঞ্জামাদী কিনে এনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত।

আজ সোমবার সকালে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়। এসময় রবি বিশ্বাস নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়। এঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.