বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো ঘটনার জন্য মস্কো প্রস্তুত।
শুরকবার (১৪ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেছেন।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বারবার বলব যে, ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে রাশিয়া ইতোমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। কারণ ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে সামরিক উপস্থিতি গড়ে তুলছে।’
জাখারোভা আরও বলেন, ‘সংক্ষেপে বলতে গেলে, আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তবে আমরা শান্তি, বন্ধুত্ব এবং সমান সহযোগিতাকে অগ্রাধিকার দেই।’
রুশ কূটনীতিক ব্যাখ্যা করেন, ন্যাটোভুক্ত দেশগুলোর কর্মকর্তারা তাদের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে যে বক্তব্যগুলো দেন, তা তাদের নিজস্ব জনগণকে ধর্মান্ধ করার, ভয় দেখানোর এবং রাশিয়ার সঙ্গে সংঘাত অনিবার্য – এই ধারণায় অভ্যস্ত করার জন্য একটি পরিকল্পিত প্রচারণার অংশ বলে মনে হয়। এর লক্ষ্য হলো, তাদের (পশ্চিমা শাসকদের) নিজস্ব ভুল গণনা, এমনকি অপরাধকেও ন্যায্যতা দেওয়া এবং তাদের শহরগুলোতে বর্তমানে চলমান বিপর্যয়কর অর্থনৈতিক পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব এড়ানো।
তিনি আরও বলেন, ‘যদি ন্যাটো কৌশলবিদরা রাশিয়ায় আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার মতো পাগল হয়ে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই যে, আমরা আমাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করে প্রতিক্রিয়া জানাব। রাশিয়ান নেতৃত্ব এটি বারবার বলেছে।’ #

















