নৌ ও রেলপথের উন্নয়নে কাজ করছে সরকার : রেলমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে আমাদের রেল ও নৌ-পরিবহন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এ দুটি যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
আজ সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি তিনি এসব কথা বলেন।
মো. নূরুল ইসলাম সুজন বলেন, নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটা বাংলাদেশের অন্যতম নদী বন্দর ও একই সঙ্গে ব্যবসায়িক জোন। ইতোমধ্যে সরকার একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জে মিটার গেজ থেকে ডুয়েলগেজে রেল লাইন হচ্ছে। এ ডুয়েল গেজ প্রকল্প চলমান রয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, নৌ-পরিবহনের নারায়ণগঞ্জ কেন্দ্রিক অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। সড়ক জনপথেরও অনেক প্রকল্প রয়েছে। সিটি করপোরেশনের অনেকগুলো প্রকল্প রয়েছে। এ উন্নয়ন প্রকল্পগুলো সমন্বিতভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারে।
এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সেলিম রওফ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরেরর পরিচালক মাসুদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.