নৌকা প্রতীকের কর্মী দ্বারা সিটি কর্পোরেশন ধারা ভংগের অভিযোগ 

 

বিএনপি প্রতিবেদক: নৌকা প্রতীকের কর্মী দ্বারা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-১৬, ধারা ৭ (গ), ১৮ (ঘ) এবং ৩০ নং ধারা ভংগের অভিযোগ দায়ের

অভিযোগ সমূহ:
১। নগরীর ৪নং ওয়ার্ড বহরমপুর (বুলনপুর) এলাকায় সিহাবের বাড়ীর পাশে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও পোষ্টারবাহী পিকাআপ ভ্যানের উপর নৌকা প্রতীক সমর্থিত কর্মীরা গত ০৯/০৭/২০১৮ইং তারিখে রাত্রি ৮টার সময় হামলা চালিয়ে ভাংচুর করে (গাড়ি নং- রাজ মেট্রো-ন-১১০১২২) এতে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর ফেস্টুন ও পোস্টার নষ্ট হয় এবং পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙ্গে যায়।
২। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ ২০নং ওয়ার্ডে বেলদারপাড়ায় নৌকা প্রতীকের কর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী বুলবুল এর ধানের শীষ প্রতীকের টানানো ফেস্টুন ভাংচুর করে এবং ঝুলানো পোস্টার ছিড়ে ফেলে।
৩। গতকাল ১০/০৭/২০১৮ ইং তারিখ দিবাগত রাত্রী আনুমানিক রাত ২টা হইতে ভোর ৬টা পর্যন্ত ধানের শীষ প্রতীকের লাগানো ফেস্টুন, বালিয়াপুকুর মোড় হইতে রুয়েট ও ভদ্রার মোড় পর্যন্ত সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
৪। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ দিবাগত রাতে অলকার মোড় হইতে আলুপট্টির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
৫। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ দিবাগত রাতে রাজশাহী সিটি কলেজ গেট হইতে সার্ভে ইন্সটিটিউট পর্যন্ত লাগানো ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন নৌকা সমর্থিত কর্মীরা খুলে ফেলে।
৬। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখে ৬নং ওয়ার্ডে জি.পি.ও’র সামনে, ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রাম এলাকায়, ২৭নং ওয়ার্ড বালিয়াপুকুর এলাকায় ও ৩০নং ওয়ার্ড বিনোদপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক এর কর্মীদের চরথাপ্পর মারা হয় এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়।
৭। অদ্য ১১/০৭/২০১৮ইং তারিখ সকাল ১১টায় পুলিশ ভ্যানের উপস্থিতিতে ১৩নং ওয়ার্ডে শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখ হইতে বর্ণালীর পিছনের মোড় পর্যন্ত রাস্তায় ধানের শীষ প্রতীকের কোন প্রকার ফেস্টুন ও পোস্টার লাগাতে দেওয়া হয় নাই এবং ধানের শীষ সমর্থিত কর্মীদের লাঞ্চিত করে। (প্রেস বিজ্ঞপ্তি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.