নৌকায় দেশীয় অস্ত্র নিয়ে আনন্দ ভ্রমণ, আটক-৪৬ কিশোর

নরসিংদী প্রতিনিধি: করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। কিন্তু এই দুর্যোগের মধ্যেই নরসিংদীর মেঘনা নদীতে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমনে বের হয়েছেন অনেকেই।
সেখান থেকে আটক করা হয়েছে নৌকার মাঝিসহ ৪৬ কিশোরকে। এসময় ওই নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৪ জুলাই) রাত ৮টায় শহর সংলগ্ন শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রইছ আল রেজুয়ান বিটিসি নিউজকে জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এসময় নৌকাটি আটক করে নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও নৌকায় তল্লাশি চালানো হয়। এসময় নৌকা থেকে ৩টি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদেরকে থানায় আটক রাখা হয়। আটককৃতদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.