আ:লীগ প্রতিবেদক: রাজশাহীর-২ (সদর) আসনের ১৪ দল ও মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে নগরীতে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও বর্তমান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিমের একান্ত উদ্যোগে স্থানীয় ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে নগরীর সাগরপাড়া মোড় থেকে প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে বিশাল প্রচার মিছিল করা হয়। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি শিরোইল বাস্ট স্ট্যান্ড হয়ে শহীদ কামারুজ্জামান চত্বর ঘুরে শিরোইল কাঁচাবাজার থেকে বটতলা মোড় হয়ে পুনরায় সাগরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিমসহ কয়েক হাজার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ নেন। প্রচার মিছিলে অংশ নেওয়া মানুষেরা উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
অন্যদিকে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগেও বিশাল প্রচার মিছিল নগরী প্রদক্ষিণ করে। বিকেল নিউ মার্কেটের সামনে থেকে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার মিছিলে অংশ নেন মেয়র খায়রুজ্জামান লিটন। কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে মিছিল শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে নগরভবনের সামনে দিয়ে কাদিরগঞ্জে ১৩ নং ওয়ার্ড কাউন্সির আব্দুল মোমিনের কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। এই প্রচার মিছিলে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান তৌহিদুল, সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনুসহ স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
পরে সংক্ষিপ্ত পথসভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের জন্য নৌকা প্রতীকের বিকল্প নেই। #( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.