নোয়াখালী হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের দক্ষিণ-পূর্ব এলাকার বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্রোতের টানে উল্টে গিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার ও ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত জেলেরা হলো- উপজেলার চর কিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের মো. উল্যার ছেলে মো. ইনসাফ (১৬) ও চর ঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখের ছেলে মো. রাজিব (১৪)।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচরের দক্ষিণ-পূর্ব এলাকার বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়।

এর আগে, গত বুধবার সকালে চর ঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এবং গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে এটি ডুবে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গত বুধবার সকালে চর ঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে দমকা হাওয়া বয়ে যাওয়ায় স্রোতের টানে ট্রলারটি উল্টে যায়।

এসময় ট্রলারে থাকা ৯ মাঝি-মাল্লা সাঁতরে কাছাকাছি থাকা মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারে উঠলেও ২ জেলে নিখোঁজ হন। জেলেরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভাসমান অবস্থায় ২ জনের মৃতদেহ ও মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নৌ-পুলিশের সহায়তায় ২ জেলের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.